এ, এফ, এম, এহতেশামূল হক
এ, এফ, এম, এহতেশামূল হক
আইডি নং- ১৫২৫২
জনাব এ, এফ, এম, এহতেশামূল হক বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২২ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১০/১২/২০০৩ সালে চাকুরীতে যোগদান করেন। সরকারের উপসচিব হিসেবে ১১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ হতে বাংলাদেশ পাটকল করপোরেশনের সচিবের দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যলয় হতে পদার্থ বিজ্ঞান বিষয়ে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
চাকরি জীবনে তিনি সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারি কমিশনার (ভূমি), সিনিয়র সহকারি কমিশনার, রেভিনিউ ডেপুটি কালেক্টর, নেজারত ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ ও সরকারি কাজে তিনি ভারত, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন।
তিনি বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আওতাধীন ২০০২ সালে জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশীপ অর্জন করেন। আন্তর্জাতিক ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় ২০০০ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত “ওয়ার্ল্ড ক্যারম চ্যাম্পিয়নশীপ” এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং দলগতভাবে রানার্স আপ ও একক র্যাংকিং এ ৭ম স্থান অধিকার করেন (সূত্র: website: icfcarrom.com)। আন্তর্জাতিক ক্যারম অঙ্গনে বাংলাদেশ জাতীয় ক্যারম দলের প্রতিনিধি হয়ে তিনি ভারত, মালদ্বীপ, শ্রীলংকা সহ বিভিন্ন দেশ সফর করেন।